এই সাইটে প্রথম পাতাতে বা ব্লগেও ছবি দেওয়া যায়| ফোটোগ্যালারিতে তার চেয়ে খুব বেশী কিছু করা যায় না| তবুও আলাদা করে ফোটোগ্যালারি বানানোর উদ্দেশ্য এমন কিছু ছবিকে আলাদা করে ধরে রাখা যার একটা সার্বজনীন ও চিরন্তন আবেদন থাকবে| ফোটোগ্যালারির একটা থিম থাকতে হবে| একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা গ্যালরি হতে হবে| বিচ্ছিন্ন কিছু ভালো লাগা ছবি একসাথে করে গ্যালারি বানানো যাবে না এবং ছবিগুলো অবশ্যই মৌলিক হতে হবে| ব্যক্তিগত ছবি ফোটোগ্যালরিতে দেবেন না অনুগ্রহ করে| খুব প্রয়োজন হলে‚ যেমন কোথাও ঘুরতে গিয়ে সেখানকরা ছবিতে একটা দুটো ব্যক্তিগত ছবি আসতে পারে কিন্তু সেটা যদি ছবির প্রয়োজনে হয় তাহলেই| মূলত ফোটোগ্যলারি হবে এইরকম ১) কোন থিমের উপরে - যেমন ফাগুনের রং‚ ভোরের কোলকাতা ইত্যাদি ইত্যাদি ২) কোন ঘুরতে যাবার জায়গার ছবি - বালির বিচ‚ গ্র্যাণ্ড ক্যানিয়ন‚ নায়েগ্রা‚ সিমলা ইত্যাদি - কিন্তু মনে রাখবেন ব্যক্তিগত ফোটো প্রথম পাতা বা ব্লগে থাক| ৩) কোন অনুষ্ঠান যা নিয়ে অনেকের আগ্রহ আছে - যেমন ধরুন লণ্ডনের দূর্গাপুজো‚ বঙ্গ সম্মেলন‚ কোলকাতার হোলি ইত্যাদি এর বাইরে থাকে আরেকরকম তাহল আপনার পরিচিত বাতাবরণের ছবি| যেমন ধরুন আপনার শহরে বরফ পড়েছে‚ বাগনে ফুল ফুটেছে ইত্যাদি| এই ধরণের ছবি গ্যালারিতে আসবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্তে আসুন ছবির ফোটোগ্রাফিক ভ্যালুর উপরে নির্ভর করে| আপনার বাগান নিয়ে অনেকের আগ্রহ না থাকলেও‚ ভালো ছবির আবেদন সার্বজনীন| যদি মনে করেন‚ ছবিগুলো সেই উচ্চতায় পৌঁছেছে নির্দ্বিধায় দিয়ে দিন| যেহেতু উপরে যা যা লেখা হল‚ তা নিয়ে অনেক ambiguity থাকাবে ‚ তাই এই বিভাগটি সেমি মডারেটেড হবে‚ অর্থাৎ কোন গ্যালারি যদি মনে হয় গ্যালারির জায়গায় প্রথম পাতায় থাকা উচিত‚ তাহলে লিখে জানানো হবে‚ অনুরোধ করা হবে স্থানান্তরনের জন্য| এক ই ভাবে প্রথম পাতার কোন ছবির সিরিজ গ্যলারির উপযুক্ত মনে হলে‚ অনুমতি নিয়ে সেটা গ্যালারিতে নিয়ে আসা হতে পারে| অত্যন্ত exceptional situation (যেমন ধরুন ব্লারড ফোটো ইত্যাদি) না হলে‚ ফোটোর গুণগত মান নিয়ে কোন প্রশ্ন করা হবে না| কেউ অনুগ্রহ করে মনে করবেন না‚ নিয়ম কানুনের বেড়াজালে বেঁধে ফেলা হল বিভাগটিকে| উদ্দেশ্য একটাই‚ এই বিভাগটা এমন হোক‚ যাতে এর স্বতন্ত্রতা এবং বৈষিষ্ট্য বজায় থাকে| শুরু করে দিন‚ আপনার ফোটাগ্রাফির স্কিলে সবাইকে মুগ্ধ করুন|
আপনি যদি লগড ইন থাকেন‚ তাহলে ফোটোগ্যালারিতে এলে উপরের মেনুতে দেখতে পাবেন "নতুন ফোটো গ্যালারি"| সেখানে ক্লিক করে বানিয়ে ফেলুন ফোটোগ্যালারি| মূলত দুটো ধাপ: ১) ফোটোগ্যালারি বানান ছবি upload করে ২) preview তে গিয়ে দেখে নিন‚ প্রয়োজনে পরিবর্তন করুন‚ ছবির sequencing পাল্টানো প্রয়োজন হলে|