এই পাতায় আপনাকে স্বাগত।সমস্ত সমস্যা, bug আর suggestion মতামত বিভাগে লিখে জানান। সাধ্যমত শুধরে নেওয়ার চেষ্টা করব। সময় আর ক্ষমতা সীমাবদ্ধ।তার মাঝে যতখানি পারা যায় চেষ্টা থাকবে এই site যেন সবার suggestion মেনে পরিবর্তিত হয়ে সকলের পছন্দের আর নিজের হয়ে উঠতে পারে।

এই সাইট IE9 এর নীচের কোন Internet Explorer এ চলবে না। যদি সম্ভব হয় IE ব্যবহার করবেন না। যেহুতু IE চলে যাবে কিছুদিনের মধ্যেই তাই এই পাতাকে IE compatible বাননর জন্য পরিশ্রম করি নি।

Chrome, Firefox, Safari, Android ইত্যদি তে সমস্যা হবে না আশা করি, তবু google করে বানান website - সমস্যা থাকবেই। আমাকে জানাতে ভুলবেন না।

যারা সদস্য নন

এই সাইটের লেখাগুলি পড়ার জন্য সদস্য হওয়া বাধ্যতামূলক নয়।সমস্ত লেখা, ব্লগ এবং ছবি আপনি দেখতে পারেন login না করেই।তবে কোন কিছু লিখতে হলে, মন্তব্য করতে হলে, ছবি upload করতে হলে, লাইক দিতে হলে বা নিজের ব্লগ লিখতে হলে আপনাকে নিজের account বানাতে হবে।

কিভাবে Account বানাবেন

উপরে ডানদিকে Register এ click করুন। যে field গুলোর পাশে * দেওয়া আছে (email,password আর display name মানে যে নামে আপনার লেখাগুলো আসবে) সেগুলো বাধ্যতা মূলক ভাবে ভরতে হবে।

Display Time - মানে আপনি কোথাকর সময় দেখতে চান। আপনার নিজের সময় (Local Time) না কি GMT/UCT সময় না ভারতের সময় (GMT+5:30)। এটা আপনার account এর default preference। পাতাতে আপনি option পাবেন ইচ্ছেমত সময় দেখার আর এই default option পরিবর্তন করার।

which post you want to see first - নানা মুনির নানা মত। কেউ চান সর্বশেষ লেখাটা আগে থাকুক, কেউ চান পুরনো লেখা পরিবর্তন হলে সেটা উপরে উঠে আসুক। আপনি প্রথম দলভুক্ত হলে Last Created বলুন আর দ্বিতীয় দলভুক্ত হলে Last Updated বলুন। আগের মতই এটা আপনার account এর default preference। পাতাতে এটা পাল্টানর সুযোগ থাকবে।

country - এর কোন ব্যবহারিক উপযোগিতা নেই। নেহাতি একটু curiosity।

Allow private message - এখন এর কোন অর্থ নেই। ভবিষ্যতে ইচ্ছে আছে এই feature টা দেওয়ার। যারা এটা পছন্দ করবেন না, তার account এ গিয়ে এই feature block করতে পারবেন।

Upload your display picture - আপনার কুল কুল ছবি লাগান এখানে। যতবার ইচ্ছে পাল্টান

Account বানানর জন্য একটা valid email address লাগবেই। আপনার email আর কোথাও প্রকাশিত হবে না এই পাতায় এবং একমাত্র আপনি জানবেন। বাকি সব জায়গায় আপনি পরিচিত হবেন আপনার display name দিয়ে। তাও যদি একটু একটু ভয় করে, কোন একটা ফার্জি email বানিয়ে নিন। তবে email টা valid হওয়া জরুরী। কারণ registration এর পরে আপনার mail address এ যাবে confirmation email। সেখানে যে link থাকবে সেটায় click করে confirm করলে তবেই আপনি সদস্য হবেন এবং Registration পুরো হবে। এই কষ্টটুকুর জন্য মার্জনা করবেন। এটা জরুরী মনে হয়েছে spam আটকানর জন্য।

Bug Alert: confirmation link এ click করার পর যে পাতা আসে সেখান থেকে login করে নিজের display picture পাল্টাতে গেলে safari crash করছে। সেরকম কোন অসুবিধে হলে, নতুন window তে সাইটটা open করে login করবেন।

Login

login করুন registration এর সময় যে email দিয়েছেন সেটা ব্যবহার করে। password ভুলে গেলে নীচের did you forget your password এ click করে email address টা দিয়ে দিন, আপনার কাছে instruction পৌঁছে যাবে।

কি ভাবে account update করবেন আর ছবি পাল্টাবেন

login করার পর উপরে ডানদিকে দেখতে পাবেন নিজের email address। সেটাতে click করলেই Registration এর সময় যে পাতা দেখছিলেন সেটা দেখতে পাবেন আর email address ছাড়া বাকি যে কোন information পাল্টে ফেলতে পারবেন। এবারে নিজের display picture পাল্টে ফেলুন যখন ইচ্ছে। আর password পাল্টাতে হলে, এখানেই নীচে change password link টা click করুন।

কি ভাবে বাংলা লিখবেন

এখানে বাংলা লেখা যায় দুইভাবে মানে দুটো editor আছে| অধিকাংশ লেখার window তে এই দুইভাবে লেখার option থাকে|

Default যে option থাকে তার নাম Banglish|

এখানে লেখার জন্য দুটো ঘর আসবে| বাম দিকের ঘরে ইংরেজীতে টাইপ করলে ডানদিকে বাংলা দেখাবে| ডানদিকের ঘরে কিছু লেখা যাবে না‚ শুধুই বামদিকে যেটা লিখছেন তার translation| এই পদ্ধতিতে লেখার সুবিধে হল কি লিখছেন আর তার বাংলা কি হচ্ছে সেটা একসাথে দেখতে পারবেন| কিন্তু এখানে ইংরেজী তে কিছু লিখতে হলে তাকে <> এই চিহ্ণের মধ্যে লিখতে হবে| তেমনি ভাবে অন্য কোন বাংলা software থেকে লেখা কপি পেস্ট করলেও সেটিকে <> এর মধ্যে লিখতে হবে| উদাহরণ স্বরুপ writing in Banglaadda লেখার জন্য লিখুন < writing in Bengaliadda >| এই পদ্ধতিতে লেখার সময় post করার সময় খেয়াল রাখবেন যা লিখছেন বামদিকে সেগুলো যথাযথ ভাবে ডানদিকে এলো কিনা‚ যদি এমন কিছু লিখে ফেলেন যেটা editor বুঝতে পারে না‚ তাহলে তার পরের আর কোন লেখাই আসবে না|

দুই নম্বর বাংলা লেখার উপায় Phonetic (New Beta)| লেখার window তে উপরে নীল রংয়ের এই link টা পাবেন| এখানে click করে লিখতে পারেন|এখানে কোন বাংলিশ নেই‚ যা লিখবেন তাই বাংলাতে আসবে| এখানে অন্য কোন software এ বাংলা লিখে কপি পেস্ট করতে পারেন‚ তাকে edit ও করতে পারেন‚ কোন অসুবিধে নেই|ইংরেজীতে লিখতে হলে সবুজ রংয়ের switich to English বাটন ক্লিক করে লিখুন‚ আবার বাংলা তে ফিরে আসতে হলে ওটাতেই ক্লিক করে switch to Bengali|

বাংলা লেখার keymap এর জন্য login করে ডানদিকের প্যনেলে মূল বিভাগের নীচে নতুন বিষয় ক্লিক করুন| উপরের মেনু থেকে নতুন বিষয়ে গেলে keymap আসবে না| পরবর্তীকালে এটাকে শুধরে নেওয়া হবে|

আর মনে রাখবেন পরপর দুটো ব্যাঞ্জনবর্ণ যদি লেখেন আর সেটা যদি যুক্তাক্ষর না হয় তাহলে তার মধ্যে একটা a লিখুন| উদাহরণ শব্দ = shabd|

লেখার পর Submit and return to your post এ click করলে আপনার লেখা যে পাতায় আছে সেই পাতায় পৌঁছে যাবেন (আপনার লেখাটা খুঁজে নিতে হবে)

আর Submit and return to first page বললে প্রথম পাতায়।

মূল বিভাগ

বেশী কিছু লেখার নেই। দেখলেই সব বুঝে যাবেন।

নতুন post এর জন্য ডানদিকের siedbar এ মূল বিভাগের নীচে নতুন বিষয়ে click করুন।

comment করুন কোন লেখার নীচে comment link click করে।

Like দিন মনের খুশীতে। যদি একাধিক লাইক দেওয়ার কোন উপায় খুঁজে পান, আমাকে জানান মতামত বিভাগে।

কে কে লাইক দিয়েছেন দেখার জন লাইকের সংখ্যার ওখানে মাউস নিয়ে যান। আর tablet থেকে আগে যেমন দেখতে পেতেন না, এবারে আর সে সমস্যা হবে না। click করলে নতুন window তে দেখতে পাবেন কারা লাইক করেছে।

নতুন ব্লগ লেখার জন্য সাইডবারে ব্লগ এর নীচে নতুন ব্লগে click করুন। যদি আপনার ব্লগ হয়ে তবে আপনার ব্লগের পাতায় গেলে, দেখতে পাবেন নতুন কিস্তি বলে একটা link। সেটা click করে ব্লগের পরবর্তী অংশ লিখুন।

যে কোন লেখার নীচে দেখতে পাবেন একটা blue button আর একটা সংখ্যা। এটা আসবে যদি সেই লেখায় কেউ comment করে থাকেন।

সংখ্যাটা comment count। ওটাতে click করলে সব comment গুলো উধাও হয়ে গিয়ে লেখাটা পরে থাকবে। যাদের জন্য comment বিরক্তিকর, তারা এটা ব্যবহার করতে পারবেন। আবার ওটাতে click করলে কমেন্ট গুলো ফিরে আসবে।

নিজের লেখা post করার পর প্রথম লাইনের পাশে দেখতে পাবেন একটা drop down menu।

সেটাতে click করলে ৪ টি option পাবেন।

Modiy Post এ গিয়ে নিজের post পাল্টে ফেলতে পারেন।

Upload Picture এ গিয়ে ছবি upload করুন। প্রতি post এ maximum ৬ টা ছবি upload করা যাবে। খেয়াল রাখবেন ছবির নামে যেন কোন special character না থাকে।

ছবির size এর কোন limitation নেই তবে ছবিটা ছোট করে নেওয়া হবে upload এর সময়। আশা করি তাতে quality compromise হবে না।

ছবি post করার পর পছন্দ না হলে delete ও করে ফেলতে পারবেন।

যদি মনে করেন কিছু লিখে মাখিয়ে ফেলেছেন, নির্দ্বিদিধায় সেটা মিটিয়ে ফেলুন Delete Postএ গিয়ে।

আর রইল Report Abuse। ওটা শুরু করেও শেষ করিনি। মনে হল স্বপ্ন দেখতে ক্ষতি কি যে এই সাইটে এই link টার প্রয়োজন নেই ! ভবিষ্যতে দরকার হলে দেখা যাবে, আশা করব প্রয়োজন হবে না।

সবশেষে

একটা অনুরোধ।

যে কোন লেখাতে দেখতে পাবেন একটা বিভাগ দেওয়া হয়েছে।

আমার মাথায় যা যা classification এসেছে তাই দিয়ে শুরু, এটা পরে পরিবর্তন করা যেতেই পারে।

এর ব্যবহার বাধ্যতামূলক নয়। কিছু select না করলে লেখাটা অন্যান্য category তে আসবে। কিন্তু যদি আপনারা একটু ভেবে নিজের লেখাকে উপযুক্ত বিভাগে tag করেন, তাহলে প্রথম পাতাতে "এই বিভাগ দেখব" ব্যবহার করে লোকে নিজের পছন্দমত লেখা পড়তে পারবে।

এটা চলবে কি চলবে না সেটা পুরোপুরী নির্ভরশীল আপনারা নিজের লেখাকে সঠিকভাবে tag করবেন কিনা তার উপর।