আধুনিক জীবন আমাদের দিয়েছে অনেক| নানা রকম আনন্দের উপকরণ‚ দারুণ সব গ্যাজেটস| আন্তর্জালে অবাধ বিচরণের সুযোগ| তবে সেই সবের সাথেই এসেছে কিছু প্রশ্ন| কি ভাবে আধুনিকতাকে গ্রহণ করে সুন্দর হয় যাপন‚ অথচ এড়ানো যায় নানা রকম সমস্যা| সবকিছুর বেস্ট টা নিয়ে এগিয়ে চলার জন্য আড্ডাঘরের উপহার লাইফ স্টাইল| জেনে নিন হেলদি‚ ওয়েলদি মডার্ণ লাইফস্টাইল লিড করার নানারকম টিপস| লিখতে পারেন আপনারাও| বিষয় হতে পারে যা কিছু| নিচে রইলো কয়েকটা আইডিয়া| তবে তার সাথে যোগ করুন নিজের ভাবনা‚ স্ব্চ্ছন্দে - শরীর ভালো রাখার শতেক উপায়| - ঘর সাজাবার গাইডলাইন| - নিজেকে সুন্দর রাখবেন কি ভাবে| - লং টার্ম রিলেশনশিপ এর গোড়ার কথা| - পেরিয়ে আসা কঠিন সময়ের অভিজ্ঞতা| - আপনার সাম্প্রতিক অনুপ্রেরণা| - গ্যাজেটের হাল হকিকৎ| এমন ই আরো অনেক কিছু|
আপনি যদি লগড ইন থাকেন‚ তাহলে লাইফস্টাইল বিভাগ এলে উপরের মেনুতে দেখতে পাবেন "নতুন লাইফস্টাইল"| সেখানে ক্লিক করে বানিয়ে ফেলুন লাইফস্টাইল বিভাগ| মূলত দুটো ধাপ: ১) লাইফস্টাইল বিভাগ বানান ছবি upload করে ২) preview তে গিয়ে দেখে নিন‚ প্রয়োজনে পরিবর্তন করুন‚ ছবির sequencing পাল্টানো প্রয়োজন হলে|
লাইফস্টাইল বিভাগটি সম্পূর্ণভাবে মডারেটেড| আপনি আপনার লেখা submit করার পর সেটি review queue তে পৌঁছবে| সঙ্গে সঙ্গে কেউ দেখতে পাবে না| আপনি লগইন করে My Submission এ লেখাটা দেখতে পাবেন এবং প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন যতক্ষণ না পোস্ট করা হচ্ছে আপনার লেখা| আপনার লেখার ৩ রকমের স্ট্যাটাস হতে পারে| ১) Approved - মানে লেখাটা মনোনীত হয়েছে এবং পরে পোস্ট করা হবে ২) Rejected - মানে লেখাটা পোস্ট করা সম্ভব না ৩) posted - মানে লেখাটা পোস্ট করা হয়ে গিয়েছে| rejected হলে কি কারণে নেওয়া সম্ভব না বা কি পরিবর্তন করলে নেওয়া যাবে - তাও লেখা থাকবে| এই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন My Submission এ গিয়ে| আপনার profile picture এর ডানদিকে বিভিন্ন রংয়ের cricular একটা icon থাকবে যা বোঝাবে বিভিন্ন স্ট্যটাস আর সেখানে tooltips ও থাকবে| ঐ circular icon এ click করলে আপনি review remarks দেখতে পাবেন (যদি remarks দেওয়া থাকে)| মনে রাখবেন‚ এই বিভাগ একটি নির্দিষ্ট দিনে update হবে| সেটা সপ্তাহে কোন একদিন বা দুই দিন| অন্যান্য বিভাগের মত প্রতিদিন update হবে না|