দেখ ভাই দেখ সিরিয়ালের অভিনেতারা - এখন কে কোথায়, কি করছেন?



৯০ এর মাঝামাঝি দেখ ভাই দেখ সিরিয়াল খুব জনপ্রিয় হয়েছিল। জয়া বচ্চন প্রোডাকশনের এই শো তে অভিনয় করেন অনেক নামী অভিনেতারা। দিওয়ান ফ্যামিলি র বাবা, মা, দুই ছেলে, ছেলের বৌ, নাতি নাতনি আর তাদের ব্ন্ধুরা। সবাই মিলে একটা ম্যাড হাউজ। তাদের কান্ড কারখানা দেখতে টিভির সামনে উন্মুখ হয়ে বসতো সকলে। বড় বো ফরিদা জালালের মিষ্টি খুনসুটি, ছোট বৌ ভাবনা বালসাভর ভীষণ বোকা বোকা কাজ করে। শাশুড়ি সুষমা শেঠ সমাজ সেবায় ব্যস্ত। অন্যের বাড়ি বেদখল হচ্ছে শুনে বাঁচাতে চলে যান ছুটে। সেই অবসরে পাড়ার গুন্ডা ঢুকে তাঁদের ই বাড়ি মাপজোক শুরু করে দেয়, দখল নেবে বলে। শ্বশুরমশাইয়ের ভূমিকায় ছিলেন এক জবরদস্ত গোঁফ ওয়ালা ভদ্রলোক, তখনকার দিনের বিঞ্জাপনের পরিচিত মুখ। বড় ছেলে নভীন নিশ্চল। ছোট ছেলে শেখর সুমন। টিনএজার নাতি নাতনি সঞ্জু, কীর্তি আর তাদের বন্ধু রা জমিয়ে রাখতো বাড়ি। দারুণ হ্যান্ডসাম আর কিউট সঞ্জুর প্রেমে পড়ে নি এরকম মেয়ে তখন ছিল না বললেই হয়। সঞ্জুর গার্লফ্রেন্ডের ভূমিকায় ছিলেন উর্বশী ঢোলকিয়া। তখনো তিনি ভ্যাম্প হিসেবে নাম করেন নি। নিতান্তই একজন পাশের বাড়ির মেয়ে। তাঁর শিল্পা নামকে ট্যুইস্ট করে ছিলকা বলে উত্যক্ত করতো সবাই। আর দু জন নটখট বাচ্চা ছিল শেখর আর ভাবনার দুই ছেলে মেয়ে বিশাল ও আভা| আর শেখরদের কাজিন সাহিল দিওয়ান|। জানেন কি এরা সবাই এখনকেমন আছেন, কি করছেন?
  • কর্ত্রী  সুষমা শেঠ এখনো পুরো দমে কাজ করছেন
  • নামী তারকা নভিন নিস্চল হয়েছিলেন বড় ছেলে। ২০১১ তে ম্যাসিভ অ্যাটাকে চলে যান তিনি।
  • বড় বৌ ফরিদা জালাল এখনো সিনেমা ও সিরিয়ালে সমান ভাবে কাজ করছেন।
  • সুপার ফানি ছোট ছেলে শেখর সুমন কমেডি শো এর জাজ  শো হোস্ট  ছেলের জন্য ছবি পরিচালনা সব ই করেছেন। তাঁর চ্যাট শো মুভার্স অ্যান্ড শেকার্স খুব জনপ্রিয় হয়েছিল পরবর্তীতে।
  • ছোট বৌ ভাবনা বালসাভর এখনো কমিক রোলে নিজের প্রতিভার পরিচয় রাখেন। অভিনয় করেছেন সাইলেন্ট কমেডি শো গুটুর গু তে|
  • মেয়েদের হার্টথ্রব সঞ্জুকেওরফে বিশাল সিং কে দেখা গেছে পরভরিশ সিরিয়ালে স্নেহশীল পিতার ভূমিকায়।
  • নাতাশা সিং মানে কীর্তি এরপরে কিছু সিরিয়াল ও একটি ফ্লপ বলিউড মুভি করেন।
  • ছোট্ট মিষ্টি বিশাল এখন হ্যান্ডসাম হাঙ্ক। কাজ করেছে শহিদ কাপুরের পাঠশালা ছবিতে।
  • করিশ্মা আচারিয়া মানে কিউট লিটল আভা দিওয়ান এখন মুম্বাইয়ের সাকসেসফুল ক্যস্টিউম ডিজাইনার।
  • সঞ্জুর বান্ধবী শিল্পা হয়েছিলে উর্বশী ঢোলাকিয়া। পরে টেলি দুনিয়ায় আলোড়ন ফেলে দেন কোমলিকা চরিত্রে ভ্যাম্পের অভিনয় করে।
  • ডোমেস্টিক হেল্প করিমার রোলে থাকা দেভেন ভোজানি পরে বা বহু আর বেটির জন্য প্রচুর প্রশংসা পান।
  • সাহিলের  দিওয়ান ওরফে অমর উপাধ্যায় খ্যাতির শিখরে ওঠেন কিউঁ কি সাস ভি কভি বহু থি তে মুখ্য পুরুষ চরিত্র মিহিরের ভূমিকায় অভিনয় করে|
  • সাহিলের বেস্ট ফ্রেন্ড ডিঙ্গুর চরিত্রে ছিলেন রাকেশ থারেজা| ভারতীয় সিনেমায় অদ্ভুত চরিত্র সেই প্রথম| পরে তাঁকে দেখা যায় শাহরুখের পরদেশ সিনেমায়|
  • এন কে শিভ্পুরি ছিলেন কর্তার ভূমিকায়। তাঁকে আর কোন সিরিয়ালে দেখা যায় নি।

শেষ পরিবর্তনঃ০৩/০৫/২০১৭


আরো পড়ুন